Khoborerchokh logo

এক হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনায় গুগল 367 0

Khoborerchokh logo

এক হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনায় গুগল

যুক্তরাষ্ট্রের কার্যালয় এবং ডেটা সেন্টারগুলোতে চলতি বছর এক হাজার কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগ পরিকল্পনার কথা জানিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক এবং ওহাইওসহ ১১টি অঙ্গরাজ্যে এই বিনিয়োগ করা হবে-- খবর বার্তাসংস্থা রয়টার্সের। এক ব্লগ পোস্টে গুগল প্রধান সুন্দার পিচাই বলেন, “এই বিনিয়োগের ফলে হাজারো নতুন চাকুরির ব্যবস্থা হবে, গুগলে কাজ করার সুযোগ তৈরি হবে। পাশাপাশি ডেটা সেন্টার নির্মাণের কাজ এবং নবায়নযোগ্য শক্তির কারখানাসহ আশপাশের শহরগুলোতে স্থানীয় ব্যবসার সুযোগ তৈরি হবে।” গত বছর গুগলের পক্ষ থেকে বলা হয়েছিল, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের কার্যালয় এবং ডেটা সেন্টারগুলোতে ১৩০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে। ৩১ ডিসেম্বর শেষ হওয়া চতুর্থ প্রান্তিকের হিসাব অনুযায়ী গুগলের খরচ ১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৬৮১ কোটি মার্কিন ডলার।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com